অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে উপজেলা চেয়ারম্যানসহ আরও ১৩২ জন করোনা রোগি সনাক্ত

0

লাফিয়ে লাফিয়ে বন্দর নগরী চট্টগ্রামে বাড়ছে করোনা রোগির সংখ্যা। বিগত ২৪ঘন্টায় চট্টগ্রামে এক উপজেলা চেয়ারম্যানসহ ১৩২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। এনিয়ে চট্টগ্রামে করোনা সনাক্তের সংখ্যা হলো ৯৭৭ জনে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের একজন রোগির করোনা পজেটিপ আসে। বাকী ১৩১ জন চট্টগ্রামের ৩টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় পজেটিভ আসে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬২ টি নমুনা পরীক্ষায় ৫৪ জন,চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৯৫টি নমুনা পরীক্ষায় ৭৪জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৭০টি নমুনা পরীক্ষায় ৩ জন রোগি সনাক্ত হয়।

আক্রান্তদের মধ্যে রয়েছে রাউজানের উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুলসহ দুইজন সাংবাদিক।