অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লক্ষ্মীপুরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

0
.

নমুনা সংগ্রহের তিনদিন পর লক্ষ্মীপুরে রায়পুরে সাবেক রেলওয়ে কর্মকর্তা মোজাম্মেল হোসেনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে বামনীর কাঞ্চনপুর এলাকায় নিজ বাড়িতে মারা যান তিনি।

এ দিকে নমুনা সংগ্রহের তিনদিন পার হলেও রিপোর্ট পাওয়া যায়নি। সপ্তাহখানেক আগে জ্বর-সর্দি ও কাশি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন তিনি। এরপর শুক্রবার রাতে শরীরের অবস্থায় আরো অবনতি হয়ে শনিবার সকালে মারা যান। এনিয়ে গত দেড়মাসে এ জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫ জন। এ দিকে দুই স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে আরো ৮ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে দুই স্বাস্থ্যকর্মী রায়পুর উপজেলায় বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯০জন।

একই পরিবারের ৪ মাসের শিশুসহ ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আর আক্রান্তদের বেশিরভাগই সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। জেলায় করোনা আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই যাওয়া অভিভাবকদের মধ্যে ও চিকিৎসকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।