অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে আরও ৬ পুলিশসহ ১২ জন করোনায় আক্রান্ত

0
.

চট্টগ্রামে করোনা পরীক্ষায় নতুন করে ১২ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ১১ জন এবং সীতাকুণ্ড উপজেলার ১জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৯ জনে।

আজ শনিবার (০৯ মে) ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের ল্যাবে ২১৩ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এছাড়াও চট্টগ্রামে বাইরে অন্যান্য জেলার আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে বিআইটিআইডির আজকের পরীক্ষায়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রামের বিআইটিআইডিতে আজকে ২১৩ টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ১২ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে চট্টগ্রাম শহরের ১১ জন, বাকি একজন সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।

নতুন আক্রান্তদের মধ্যে দামপাড়া পুলিশ লাইনের ৬ জন পুলিশ সদস্য ২ জন পুলিশ পরিবারের সদস্য রয়েছেন। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। ৭ জন পুরুষের বয়স যথাক্রমে ৩৫,২৫,২৬,২৮,৪৫,৩২,২৮ এবং একজন নারীরা বয়স ২৬।

এছাড়া নেভাল হাসপাতাল গেইট পুরুষ ৩২, ঈদগা রামপুর মহিলা বয়স ৩৫ এবং বিআইটিআইডি পুরুষ বয়স ৫৬। জেলার একজন সীতাকুণ্ড উপজেলার কালুশা নগর পুরুষ বয়স ২৫।

সিভিল সার্জনের অফিস সুত্রে জানাগেছে, চট্টগ্রামে এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩জন। মারা গেছেন ১৬ জন।