অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনাকালে ১৯ হাজার বন্দীকে মুক্তি দেবে দক্ষিন আফ্রিকা

0
.

শওকত বিন আশরাফ, দক্ষিন আফ্রিকা থেকেঃ
দক্ষিন আফ্রিকার কারাগার গুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সরকার ঝুকিপূর্ণ কারাগার থেকে ১৯ হাজার কয়েদিকে প্যারোলে মুক্তি দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন।প্রক্রিয়াটি আগামী ২সাপ্তাহের মধ্যে কার্যকর হবে।আজ শুক্রবার দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাপুসার নেওয়া এমন সিদান্তের কথা জানিয়েছেন দেশটির আইন বিচার ও সংশোধন পরিসেবা মন্ত্রী রোনাল্ড রোমেলো।

মন্ত্রী জানিয়েছেন,দেশটির কারাগারে আটক থাকা স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ও করোনাভাইরাস ঝুঁকিপূর্ণ কারাগারের কয়েদি গুলোকে মুক্তি দেওয়ার ঘোষনা দিয়েছেন রাষ্ট্রপতি।তাই প্রাথমিক পর্যায়ে ১৯ হাজার কয়েদিকে মুক্তি দেওয়া হবে।

দেশটির পুলিশ, কারাগার ও নাগরিক অধিকার ইউনিয়ন (পপক্রু) করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার প্রচেষ্টার অংশ হিসাবে ১৯ হাজার কয়েদিকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রাষ্ট্রপতি সিরিল রমাফোসাকে স্বাগত জানিয়েছে।

উল্লেখ্য, এই পর্যন্ত দক্ষিন আফ্রিকার কারাগার গুলোতে ২৪৩ জন কয়েদি করোনা আক্রান্ত হয়েছেন।