অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে এবার বিদেশী নাগরিকসহ আরও ২২ জন করোনায় আক্রান্ত

0
.

চট্টগ্রামে এই প্রথম একজন বিদেশী নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া আরও ২২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। আজ বুধবার (০৬ মে) বিকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষায় শ্রীলঙ্কান নাগরিকসহ ২২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। করোনা আক্রান্ত এই শ্রীলঙ্কার ওই নাগরিক নগরীর খুলশী আবাসিক এলাকায় থাকেন। তিনি ৪৭ বছর বয়সী কর্ণফুলী ইপিজেডে একটি পোশাক কারখানায় কর্মরত আছেন।

এছাড়া আক্রান্তদের তালিকায় রয়েছেন, ২ পুলিশ ও ৩ কোস্ট গার্ড সদস্য রয়েছে বলে সিভিল সার্জন জানান।

তিনি বলেন-পিসিআর মেশিনে যান্ত্রিক ত্রুটি থাকায় গত দুই দিন সিভাসুর রিপোর্ট পাওয়া যায়নি। গত দুই দিনে সিভাসুতে ১২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে হাটহাজারী, সীতাকুণ্ড, সাতকানিয়া ও মীরসরাই উপজেলায় ১ জন করে রয়েছেন। বাঁশখালী উপজেলায় আরও ২ জনসহ চট্টগ্রামে ১৪ জন।

চট্টগ্রামের বাইরে রাঙামাটির চারজন, নোয়াখালীর দুই জন এবং লক্ষ্মীপুর ও ফেনীর একজন করে রয়েছে বলে সিভিল সার্জন অফিস।

এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। মারা গেছেন ৯ জন।