অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনা এবার কেড়ে নিলো পুলিশের প্রাণ

0
.

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে প্রথমবারের মতো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মো. জসিম উদ্দিন (৪০) নামের ওই পুলিশ কনস্টেবল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি এলাকার একটি ফাঁড়িতে কর্মরত ছিলেন।

সম্প্রতি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ার পর গত ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়।

কোয়ারান্টাইনে থাকা জসিম উদ্দিনের অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতেই থাকা ঢামেকে নেয়া হয় এবং রাত ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, আজ (বুধবার)আইইডিসিআর থেকে পাঠানো ফলে মৃত পুলিশ সদস্যের করোনা পজিটিভ এসেছে। দাফনের জন্য তার লাশ কুমিল্লায় পাঠানো হবে বলেও জানান তিনি।

এদিকে, জনগণের সুরক্ষা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।