অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনা জয় করে সুস্থ্ সীতাকুণ্ডের আনোয়ার হোসেন

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

মহামারী রোগ করোনাভাইরাসের সাথে লড়ে সুস্থ হয়ে উঠেছেন একটি বেসরকারী ব্যাংকের দারোয়ান আনোয়ার হোসেন (৫০)। তিনি এখন সম্পুর্ণ করোনা মুক্ত।

গতকাল বৃহস্পতিবার নগরীর জেনারেল হাসপাতাল থেকে ১৫ দিনের মাথায় তিনি সীতাকুণ্ডের গোডাউন রোডের বাসায় ফিরেছেন।

গত ৮ এপ্রিল বুধবার নারায়নগঞ্জ থেকে ফেরত ব্যাংক গার্ড আনোয়ার হোসেন এর শরীরে করোনা রোগ শনাক্ত হয়। এরপর প্রশাসন সীতাকুণ্ড পৌরসদর গোডাউন রোডের ৮টি বাড়ি ও তিনটি দোকান লকডাউন করে দেন এবং আনোয়ার হোসেনকে আন্দরকিল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৫দিন চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ফজলে রাব্বি পাঠক ডট নিউজকে জানান, ১৫দিনের মাথায় গত বুধবার  সীতাকুণ্ডের আনোয়ার হোসেনের করোনা সর্বশেষ রিপোর্টে নেগেটিভ এসেছে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ।তিনি আরো বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৭ জন বাড়ি ফিরেছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া মানে এই নয় যে- তাদের ভাইরাস আর আক্রমণ করবে না। তাই সবার মতো তারাও যাতে বাসায় থাকেন সেটা তাদের নিশ্চিত করতে হবে।

এদিকে সুস্থ হয়ে বাসায় ফেরায় আনোয়ার হোসেনের ছেলে মাসুম ডাক্তার, প্রশাসনসহ সবার প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জানিয়েছেন।