অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ৪ জনসহ আরও ১০ জন করোনায় আক্রান্ত

0
.

চট্টগ্রামে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) এ করোনাভাইরাস পরিক্ষায় আরও ১০ জনের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

এদের  মধ্যে ৪ জন নতুন এবং পুরাতন ১জন (পূণ:পরিক্ষা)সহ চট্টগ্রামে ৫ জন, বাকী ৫ জন অন্য জেলার।

আজ রবিবার রাত সোয়া ১০ টায় এ তথ্য জানান,চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। তিনি বলেন ২৪ ঘন্টায় ১১৩ জনের করোনা টেষ্টে ১০জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে দামপাড়া পুলিশ লাইন-০১, কাট্টলী (ম্যারেডিয়ান ক্যাম্প) ০২ জন, সাতকানিয়ায় পুরাতন একজনসহ ০২ জন।

এছাড়া বিভাগের লক্ষ্মীপুরে ০৪ জন ও নোয়াখালীতে ০১ জন আক্রান্ত।

এদিকে আকবরশাহ থানা পুলিশ জানিয়েছে- করোনাভাইরাসে আক্রান্ত উত্তর কাট্টলী এলাকার অধিবাসী (মেরিডিয়ান কোম্পানির জায়গার পাহারাদার) এর কন্যা (২৮) এবং এক ছেলের (২৫) নমুনা পরীক্ষায় কিছুক্ষন আগে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তারা আগে থেকেই নিজ বাসস্থানে আইসোলেশনে এবং শারীরিক ভাবে সুস্থ রয়েছেন। উভয়কেই ফৌজদারহাট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।

এনিয়ে ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে এখন পর্যন্ত ১৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে চট্টগ্রামে ৩৯ জনসহ এ পর্যন্ত মোট ৬৯ জন রোগী শনাক্ত হয়েছে।