অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কেরানীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

0
.

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কেরানীগঞ্জে এক ব্যক্তি শুক্রবার রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃত আব্দুল হান্নান (৫৫) কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া এলাকার বাসিন্দা।

এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ ও কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম।

ওসি জানান, আব্দুল হান্নান কয়েকদিন ধরে জ্বর,কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। শুক্রবার বিকালে অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তার দেহে করোনার সংক্রমণ পায়।

পরে রাত ১০টার দিকে তাকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করলে রাতেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ জানান, এ ঘটনার পর মৃত আবদুল হান্নানের পরিবারের ১১ সদস্যকে শনিবার সকাল থেকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

কেরানীগঞ্জে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ জন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হওয়ায় শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে। এছাড়া নতুন করে ২৬৬ জনসহ এ পর্যন্ত মোট ১ হাজার ৮৩৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।