অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সৌদিতে বাংলাদেশি কূটনীতিক করোনায় আক্রান্ত

0
.

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর এম আমিনুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম জেদ্দা মিশনে তার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করে আসছিলেন।

তিনি মদিনার একটি ক্যাম্পে প্রায় চার হাজার বাংলাদেশি কর্মীকে করোনাভাইরাস পরীক্ষা করানোর জন্য রাজি করাতে সৌদি প্রশাসনের সঙ্গে কাজ করছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ওই কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

পাশাপাশি বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে কর্মরত সকল কর্মকর্তাকে স্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে ও সাবধানতার সঙ্গে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিদেশে থাকা বাংলাদেশি সম্প্রদায়ের স্থানীয় নেতা ও সাংবাদিকদের তথ্য অনুযায়ী, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ১১টি দেশে দুই শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সবচেয়ে বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে।