অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনা মোকাবেলায় কৃষিখাতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর

0
.

কৃষিখাতে করোনার প্রভাব মোকাবেলায় প্রান্তীক চাষীদের ৫ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকা ঋণ সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ১৫০ কোটি টাকা দেয়া হবে বীজ কেনায় আর ৯ হাজার কোটি টাকা ভর্তুকী দেয়া হবে সারে।

এসময় জনসমাগম না করে সবাইকে নিজ ঘরে পরিবারের সাথে পহেলা বৈশাখ পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, সরকারের নির্দেশনা মানলে করোনা এতোটা বিস্তৃত হতোনা।

আজ রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল ও খুলনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার করছে। এর আগে গত রোববার সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী।