অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কুমিল্লায় ফেসবুকে মন্তব্য করে ফেঁসে গেলেন সাংবাদিকসহ ২ জন

0
.

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লার স্থানীয় এক সাংবাদিকসহ ২জনকে ডিজিটাল নিরাপত্তা আইনে জেলহাজতে পাঠানো হয়েছে। কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরুর বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

সাংবাদিক মাহফুজ বাবু একটি অনলাইন নিউজ পোর্টালের সত্ত্বাধিকারী এবং স্থানীয় একটি সংবাদপত্রের প্রতিবেদক।

মামলার নথি থেকে জানা যায়, আল আমিন ভুঁইয়া নামের বুড়িচং ছাত্রলীগের এক সদস্য মাহফুজ বাবুর বিরুদ্ধে অভিযোগ করেন, সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু বিএসএমএমইইউ-তে রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন এক গুজব ফেসবুকে ছড়িয়েছেন মাহফুজ। অভিযোগে সাবিহা রহমান, ফরহাদ খান ও মাহফুজ বাবু পারস্পরিক যোগসাজশে ওই গুজব ছড়িয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সাবিহা রহমান নামের একটি ফেসবুক আইডি থেকে আব্দুল মতিন খসরুর মৃত্যু সংবাদ প্রচারিত হলে মাহফুজ বাবুসহ অনেকেই সেখানে মন্তব্য করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক পরিমল চন্দ্র বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় ফরহাদ খান ও সাংবাদিক মাহফুজ বাবুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে।’

সাংবাদিক মাহফুজ বাবুর সহকর্মী ও পরিবারের অভিযোগ, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে। কেননা ওই পোস্টে অনেক মানুষেরই মন্তব্য রয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, ‘পুরো ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করলেই প্রকৃত ঘটনা ও দোষী কারা তা জানা যাবে। দোষীরা ঘটনার অন্তরালে রয়ে গেছেন উল্লেখ করে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।