অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

তাবলিগ জামাত থেকে ফিরে বৃদ্ধের মৃত্যু, করোনা সন্দেহে লাশ ধরছেন না কেউ

0
.

রাজশাহীর বাঘা উপজেলায় তাবলিগ জামাত থেকে ফেরা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে করোনায় মৃত্যু হতে পারে সন্দেহে বৃদ্ধের লাশের কাছে কেউ যাচ্ছেন না বলে জানা গেছে।

আজ বুধবার সকাল ৬টার দিকে বাঘা উৎসব পার্কের পাশে এক মাদ্রাসায় তার মৃত্যু হয়।

মৃত বৃদ্ধের নাম আবুল কালাম আজাদ (৬৫)। তিনি বাঘা উপজেলার উত্তর মিলিকবাঘা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
জানা যায়, আবুল কালাম আজাদ বেশ কিছু দিন আগে তাবলিগ জামাত দলের সঙ্গে চিল্লায় কুষ্টিয়া এলাকায় যান। চিল্লা শেষে ৫ এপ্রিল নিজ বাড়িতে ফেরেন আবুল কালাম আজাদ।

পরে বাড়ির পরিবর্তে তাকে বাঘা উৎসব পার্কের পাশে এক মাদ্রাসায় রাখা হয়।

সেখানে অসুস্থ হয়ে আজ বুধবার মারা যায় ওই বৃদ্ধ। তার মৃত্যুর পর কেউ কাছে যাচ্ছে না। ফলে ৫ ঘণ্টা মরদেহ মাদ্রাসার এক কক্ষে পড়ে ছিল। অবশেষে পরিবারের লোকজন মরদেহ দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ওই বৃদ্ধের ছেলে শফিকুল ইসলাম ও সুলতান জানান, বাবার মধ্যে কোনো করোনা উপসর্গ নেই। বর্তমান পরিস্থিতির কারণে আলাদাভাবে রাখা হয়েছিল। কিন্তু তার পরও করোনা সন্দেহে বাবার কাছে কেউ যাচ্ছেন না। পরে বাবাকে দাফন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, ঘটনাটি জানার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য দায়িত্বরত চিকিৎসককে বলা হয়েছে।