অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ন্যাশনাল হাসপাতালের তিন চিকিৎসকসহ ১৮জন কোয়ারেন্টিনে

0
.

চট্টগ্রামে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর নগরীর মেহেদীবাগস্থ ন্যাশনাল হাসপাতালের ৩ চিকিৎসকসহ ১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। করোনাভাইরাস সনাক্ত হওয়া রোগী নগরীর মেহেদীবাগস্থ বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিয়েছিল।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বিষয়টি পাঠক ডট নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাভাইরাসে একজন সনাক্ত হওয়ার আগে ওই রোগী ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাই তার সংস্পর্শে আসা ৩ চিকিৎসকসহ ১৮ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (৩ এপ্রিল) নগরীর দামপাড়া এলাকার ৬০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।