অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে আরো ১১৬ জন হোম কোয়ারেন্টিনে

0
.

চট্টগ্রামে বিদেশ ফেরত আরও ১১৬ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রামক থেকে রক্ষা করতে বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজ রবিবার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১১৬ জনসহ এ নিয়ে আজ পর্যন্ত মোট ৯৭৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।তিনি বলেন, সকলকে কোয়ারেন্টিন মেনে চলার অনুরোধ করছি। কারণ নিজে সচেতন হলেই এ রোগের প্রার্দুভাব রোধ করা যাবে।

এ পর্যন্ত চট্টগ্রাম থেকে সাতজনের রক্তের নমুনা আইইডিসিআরে পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এদিকে, ৪৮ ঘণ্টার মধ্যে করোনা শনাক্তের কিট চট্টগ্রামে আসার কথা থাকলেও এখনও আসেনি কিট। তবে ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর মাইক্রোবায়োলজি বিভাগের একজন ডাক্তার এবং দুইজন টেকনিশিয়ানকে প্রশিক্ষণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তারা প্রশিক্ষণ শেষ করে কিট নিয়ে আসবেন।