অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

যুবদল কর্মীকে ডেকে নিয়ে এলাকা ছাড়ার হুমকি দিলেন আ’লীগ কাউন্সিলর

0
.

চট্টগ্রাম মহানগর যুবদল কর্মী মো. এমরান হোসেনকে ঘর থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে দেয়ার অভিযোগ উঠেছে উত্তর পাঠানঠুলি ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জাবেদের বিরুদ্ধে।

বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিকে এ অভিযোগ করা হয়েছে।

যুবদল কর্মী এমরান জানান, গতকাল বুধবার রাত ১০টার দিকে বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রাথীর পক্ষে গণসংযোগ শেষে শেখ মুজিব রোডস্থ ফায়ার সার্ভিসের পাশে নিজ বাসায় পৌছার পর ৮/১০ জন লোক পাঠিয়ে আমাকে জোর করে কাউন্সিল প্রার্থী জাবেদের অফিসে (জাবেদ টাউয়ার) নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে অবস্থান করা আওয়ামী লীগ নেতা জাবেদ আমাকে দেখে জানতে চান, আমি কার পক্ষে কাজ করছি। আমি বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছি বলায় তিনি তেলে বেগুনে জ¦লে উঠে আমাকে এবং বিএনপি নেতাদের অশ্লিলভাষায় গালাগাল করে হুমকি দিয়ে বলেন “তোকে যেন কাল থেকে আর এলাকায় না দেখি। ভোটের পরে এলাকায় আসবি। না হলে ৫ বছরের জন্য গায়েব হয়ে যাবি।” এসময় তিনি বলেন “তোকে এবং তোর নেতাদের দৌড়ায়ে দৌড়ায়ে পিঠাবো”।
যুবদল কর্মী এমরান হোসেন বিএনপির প্রার্থীর পাঠানঠুলি খান বাড়ি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য।
হুমকির পর থেকে তিনি নিজের জীবন ও পরিবারে সদস্যদের নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন বলে জানান।
এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের অভিযোগ দেয়া হচ্ছে।