অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিদেশ ফেরত আরও ৭ জন চট্টগ্রামের হোম কোয়ারেন্টাইনে

0
.

বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে বিদেশ ফেরত আরও ৭ জনকে চট্টগ্রামের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে । এনিয়ে চট্টগ্রামে মোট ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো।

নতুন যে ৭জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাদের দুজন মহানগরী ও ৫ জন মীরসরাই উপজেলার।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৪ ঘণ্টায় নগরীতে আরও দু’জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে পাঠানোদের অবশ্যই কমপক্ষে ১৪ দিন সেখানে থাকতে হবে।

এদিকে মীরসরাই উপজেলায় ইতালি ফেরত ৫ প্রবাসীকে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ)  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মীরসরাইতে হোম কোয়ারেন্টাইনে থাকা ৫ জন ইতালি থেকে এসেছেন। গত ৪ মার্চ আসা ২ জন আছেন মীরসরাই পৌরসভার একটি ভাড়া বাসায়, গত ১১ মার্চ আসা ১জন মীরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস এলাকায় একটি ভাড়া বাসায়, গত ১৫ মার্চ আসা ১জন হাইতকান্দি ইউনিয়নে ও বারইয়ারহাট পৌরসভায় ১ জন একটি ভাড়া বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘উপজেলাতে ইতালি থেকে আসা ৫জন হোম কোয়ারেন্টাইনে আছে। তাদেরকে আগামী ১৪ দিন বাড়ির বাইরে না যাওয়ার জন্য বলা হয়েছে। শরীরে জ্বর বা কাশি দেখা দিলে সাথে সাথে খবর দেওয়ার জন্য বলা হয়েছে।