অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লোহাগাড়ায় করোনাভাইরাসের কথা বলে অর্ধলক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র

0
.

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

করোনাভাইরাসের কথা বলে গরীব পরিবার থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা জঙ্গলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ৫০ হাজার টাকার প্রতারণার শিকার হয়ে ৯৯৯-এ কল দিয়ে পুলিশি সহায়তা চাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে লোহাগাড়া থানা পুলিশ।

জানা গেছে, ওই এলাকার আব্দুল জব্বারের পুত্র আব্দুর রহিম (৩৫) গত আট মাস ধরে একটি হত্যা মামলায় চট্টগ্রাম কারাগারে বন্দী রয়েছে। গত শনিবার দুপুরে হঠাৎ কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে আব্দুর রহিমের বাড়িতে এসে তার স্ত্রী বা মাকে খুঁজতে থাকে। এসময় তারা মা ও স্ত্রীকে বলে, করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশ সরকার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ১০০ জন বন্দীকে মুক্তি দেবে। তারা সেই তালিকায় কারাগার থেকে মুক্তি পেয়েছে। আজ বিকাল তিনটার মধ্যে এক লাখ টাকা দিতে না পারলে ১০০ জনের তালিকা থেকে আব্দুর রহিমের নাম বাদ পড়তে পারে। এবং এই তথ্য কাউকে জানাতেও নিষেধ করে।

কারাবন্দী আব্দুর রহিমের স্ত্রী কমরুন্নিসা জানান, ‘আমার ৩ সন্তানের কথা কিংবা অন্যান্য কথাবার্তায় মনে হয়েছে তারা আসলেই আমাদের পরিবারের সব তথ্য জানেন। এছাড়া জেল পুলিশের নাম্বার বলে একটা নাম্বারে কথা বলিয়ে দেন। আমার শ্বাশুড়ি বৃদ্ধা মানুষ ফোনে কথা বলে ধরে নেন তার ছেলের সাথেই কথা বলেছে। এরপর বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে ৫ হাজার, দশ হাজার করে ধার নিয়ে বিকাশে তিনটি নাম্বারে ৫০ হাজার টাকা দেয়া হয়। কথা ছিল বিকাল চারটার মধ্যে আব্দুর রহিম বের হয়ে মাকে ফোন দিবে।’

বকাল চারটার মধ্যেও আব্দুর রহিমের ফোন না পেলে তার ছোট ভাই তারেক ওই যুবকদের মোবাইলে আবারো ফোন দেয়। প্রতারকরা বিকাশ ও কথা বলাসহ পুরো প্রক্রিয়ায় ব্যবহার করে এই নাম্বারগুলো ০১৮৩৪-২৩১০৪৭, ০১৮৯১-৫১৬২৩৮ ও ০১৬১৪-৯০৩৩৩১।

নাম্বারগুলোতে রিং হলেও রিসিভ হচ্ছে না দেখে তারেকের মনে সন্দেহ জাগে। সে ৯৯৯ নাম্বারে কল করে বিষয়টি জানালে লোহাগাড়া থানার এস আই বেলালের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে এস আই বেলাল উদ্দিন নয়া দিগন্তকে জানান, ‘আমাদের দেশের কিছু কিছু মানুষ এখনো কতোটা বোকা রয়ে গেছে এঘটনা তার জলন্ত উদাহরণ। এই গরীব পরিবার প্রতারকের খপ্পরে পড়ে ৫০ হাজার টাকা হারিয়েছে দেখে আমার নিজেরই খারাপ লাগছে।’

বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রফিক বলেন, ‘ঘটনা সত্য। ওরা দিনমজুর পরিবার। সম্ভবত প্রতারক প্রতারকদের কেউ আব্দুর রহিমের সাথে জেলে বন্দী ছিল। সেখানে আলাপচারিতায় ঘরবাড়ির তথ্য-উপাথ্য নিয়ে সুযোগ বুঝে টাকা হাতিয়ে নিয়েছে।’