অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনাভাইরাস সন্দেহে নোয়াখালীতে ইতালি ফেরত প্রবাসী কোয়ারন্টাইনে

0
.

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে করোনা ভাইরাস সন্দেহে ইতালি ফেরত এক প্রবাসী (৪৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশান ইউনিটের কোয়ারন্টাইনে রাখা হয়েছে।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে তাঁর গ্রামের বাড়ীতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা গিয়ে নিয়ে আসে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীম কুমার দাস বলেন, তিনি ইতালি থেকে সম্প্রতি এসেছেন। তার স্বাস কস্ট ও কাশি রয়েছেন। বর্তমানে ওই ব্যাক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসান ইউনিটের কোয়ারন্টাইনে রাখা হয়েছে। ঢাকা থেকে আইইডিসিআরের টিম এসে নমুনা সংগ্রহ করবেন।

নোয়াখালী সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, নোয়াখালীর নয়টি উপজেলায় করোনা সন্দেহে মোট ৩৬ জন হোম কোয়ারন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ১৪ জন সোনাইমুড়ীতে আট জন রয়েছে।