অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর করোনায় আক্রান্ত ব্রাজিল প্রেসিডেন্ট

0
.

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্রাজিলের গণমাধ্যম শুক্রবার এ তথ্য নিশ্চিত করে জানায়, বৃহস্পতিবার ব্রাজিল প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করা হয়। তাকে সার্বক্ষণিক তদারকিতে রাখা হয়েছে।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফ্লোরিডার রিসোর্টে সাক্ষৎ করেন জাইর বলসোনারো।

ব্রাজিল প্রেসিডেন্টের প্রেস সচিব ফাবিও ওয়ানগারটেনও করোনায় আক্রান্ত হন। তিনিও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার পর কভিড-৯ রোগে আক্রান্ত হন।

তবে ট্রাম্পের অফিস বলছেন তিনি এবং ভাইস প্রেসিডেন্ট মাই পেন্সের করোনা পরীক্ষার প্রয়োজন নেই। ট্রাম্প বলেন, ব্রাজিল প্রেসিডেন্টের প্রেস সচিব ওই বৈঠকে থাকলেও তারা একে অপরের কাছে আসেননি।