অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে ১০টি বসতঘর

0
tongi-fire
.

চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র আলকরন এলাকায় অগ্নিকা-ে পুড়ে গেছে ১০টি বসত ঘর। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ রবিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টা গাড়ি ঘটনাস্থলে গিয়ে দু’ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো, জসিম উদ্দিন জানান, সকাল ৬টা ৫০ মিনিটে কোতোয়ালী থানার আলকরণ এলাকার জহুরুল আলম দোভাষের মালিকানাধীন সেমিপাকা ভাড়াঘরে আগুন লাগে। কুপি বাতির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।

তিনি জানান, খবর পেয়ে আগ্রাবাদ চন্দনপুরা, নন্দনকানন ষ্টেশন থেকে ৩টি ইউনিটের ৯টি গাড়ি গিয়ে ২ ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেছে।

দুঘন্টার আগুনে মূল্যবান মালামাল সহ প্রায় ১০টি সেমিপাকা ভাড়াঘর পুড়ে যায়। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা।

ফায়ার সার্ভিস ৫ লাখ টাকার সম্পদ রক্ষা করতে পেরেছে।