অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ক্যামেরুনে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫৩

0
cameroon-train-accident
.

পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৫৩ জন নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০০ জন। দেশটির পরিবহনমন্ত্রী এডগার্ড অ্যালাইন মেবি হতাহতের এই সংখ্যার কথা নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

শুক্রবার (২১ অক্টোবর) ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দেশটির রাজধানী ইয়াউন্ডে ও অর্থনৈতিক কেন্দ্রস্থল দুয়োলা শহরের মধ্যে যাতায়াতের সময় ইসকো উপশহরের নিকট ট্রেন লাইনচ্যুত হলে ট্রেনের বগিগুলো উল্টে যায়।

ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্বাভাবিকভাবে ৬০০ যাত্রী নিয়ে চলাচল করা ট্রেনটি ওইদিন যাচ্ছিল ১৩০০ এর বেশি যাত্রী নিয়ে।

07-9
.

এই অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণ সম্পর্কে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সম্প্রতি ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের সৃষ্টি হওয়ায় ক্যামেরুন জুড়ে সড়ক যোগযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে করে স্বাভাবিক অবস্থার চেয়ে ট্রেনে যাত্রীদের চাপ অনেক বেড়ে গেছে।