অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘সমাজে উন্নয়ন হলে ব্যক্তিরও উন্নয়ন ঘটে’- ডিসি চট্টগ্রাম

0

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
dc-arefin-prottasi-21-1016-1চট্টগ্রাম জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন বলেছেন, সমাজে উন্নয়ন হলে ব্যক্তিরও উন্নয়ন ঘটে। আমরা আনন্দিত বাংলাদেশের প্রবৃদ্ধি এখন ৭শতাংশ। নিজস্ব উৎপাদিত ৫০হাজার টন খাদ্য রপ্তানিসহ বিভিন্ন পণ্য রপ্তানি করেছে এ দেশ। এবার কোরবানির ঈদে ভারত গরু দেয়নি। আমাদের সম্পদ দিয়েই আমরা ঈদ উদযাপন করেছি।
২১ অক্টোবর দুপুরে বোয়ালখালী উপজেলার একটি বেসরকারি এনজিও সংস্থা আয়োজিত সভায় তিনি বক্তব্যে এসব কথা বলেন।
দেশ প্রকৃত পক্ষে এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, বিশ্ব ব্যাংকের সহায়তা ছাড়াই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ ২০১৮ সালে শেষ হবে। এ প্রকল্প হাতে নিয়ে বিশ্ব তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। কর্ণফুলীতে টানেল নিমার্ণ হলে চট্টগ্রাম হবে সাংহাই।

তিনি আরো বলেন, নারী পুরুষ ও তরুণ সমাজের কর্মশক্তিকে কাজে লাগাতে হবে। আওয়ামীলীগ সরকার যে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়িত হলে ২০২১ সালে আমরা মধ্যম আয়ের ও ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হব।

এতে ড. রাশেদা খানমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হক্কানী, নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম, সহকারী কমিশনার (ভূমি), পিকেএসএফ এর মহাব্যবস্থাপক গোলাম মাওলা, এনজিও সংস্থা প্রত্যাশীর নির্বাহী পরিচালক মানোয়ারা বেগম ও মামিয়া সুলতানা।

এর আগে শুক্রবার সকালে বেসরকারি এনজিও সংস্থা প্রত্যাশীর উদ্যোগে কর্ণফুলীতে মাছের পোনা অবমুক্তকরণ, হেলথ ক্যাম্পের উদ্বোধন, সমৃদ্ধি কেন্দ্রের উদ্বোধন, ছাগল প্রজনন খামারের উদ্বোধন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এনজিও সংস্থার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সার্ভিস বেনিফিটের চেক প্রদান ও সংস্থায় কর্মরত ফিল্ড অফিসারদের মোটর সাইকেল বিতরণ করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম।