অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাঙ্গুনিয়ায় বন্য হাতির তাণ্ডব, আহত ১

0
ফাইল ছবি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে একটি বন্য হাতি লোকালয়ে প্রবেশ করে। তবে রাতেই হাতিটি পাহাড়ের দিকে চলে যাওয়ায় লোকালয়ের বড় কোনো ক্ষতি না হলেও কিছু গাছ, ধানখেত ও কৃষকের টিনের তৈরি ধানের গুদাম ভেঙে নষ্ট করে দিয়েছে। এছাড়া হাতির তাড়া খেয়ে পালাতে গিয়ে একজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার মধ্যরাতে উপজেলার সরফভাটায় একটি হাতি প্রবেশ করে। রাতেই হাতিটি ইউনিয়নের মৌলানা গ্রাম, হাজারীখীল সহ বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি করে। এসময় মৌলানা গ্রামের নেছারিয়া সমাজের মরহুম আব্দুল গনী সওদাগরের পাকা পিলারের উপর টিনের তৈরী ধানের গুদাম হাতিটি শুড় দিয়ে ভেঙ্গে ফেলে দেয় এবং হাজারীখীল এলাকায় একজনকে তাড়া করে। লোকটি পালানোর সময় পড়ে গিয়ে আহত হয়। তবে রাতেই হাতিটি পাশ্ববর্তী চিড়িয়ার গভীর জঙ্গলে চলে যায়।

সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, সরফভাটায় প্রায়ই বন্য হাতি লোকালয়ে চলে আসছে। সাম্প্রতিক সময়ের মধ্যে দুইবার হাতির পাল বন থেকে একেবারে লোকালয়ে চলে এসেছিল। এরমধ্যে গত বছরের ১৬ আগস্ট একটি হাতির পাল লোকালয়ে এসে গাছপালা, ধানখেত নষ্ট করেছিল এবং ১০ ডিসেম্বর মো. ইউসুফ সওদাগর (৮০) নামের এক বৃদ্ধকে পা দিয়ে পিষ্ট করে মেরে পেলে। এখনও সরফভাটার গহীন জঙ্গলে ১০/১৫টা হাতি অবস্থান করছে। লোকালয়ে আবারও বন্য হাতি হানা দেওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় বলেন, ‘বনে খাবারের অভাবে হাতি বার বার লোকালয়ে চলে আসছে। আমরা এই ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যখনই হাতি লোকালয়ে চলে আসে তখনই আমাদের বনবিভাগের প্রশিক্ষিত কর্মীরা কোন ক্ষয়ক্ষতি ছাড়া এগুলো বনে ফেরত পাঠিয়েছে। এছাড়া লোকজনদের সতর্কভাবে চলাফেরা করতে আমরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রচারণা অব্যাহত রেখেছি।’

সুত্রে জানা যায়, প্রতিবছর ধান পাকলে রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় নিয়মিত হানা দেয় বন্য হাতির পাল। মূলত খাবারের সন্ধানেই এগুলো লোকালয়ে চলে আসে। গত ৬ বছরে বন্য হাতির আক্রমনে রাঙ্গুনিয়ার ১৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

বন উজাড় সহ হাতির আবাসস্থল ধ্বংস হওয়ায় হাতির পাল নিয়মিত লোকালয়ে চলে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাই হাতির নিরাপদ আবাসস্থল তৈরি সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।