অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাঁশখালীতে নৌ-বাহিনীর অভিযানে ১০লক্ষ টাকার জাল আটক

0
coxs-bazar-current-jaal
.

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বঙ্গোপসাগরে মা ইলিশ ধরার অপারাধে ১০ লক্ষ টাকার জাল জব্দ করছে নৌ-বাহিনী। বৃহস্পতিবার বিকাল নদীতে ভাসমান অবস্থায় এক জেলে কে উদ্ধার করেন নৌ-বাহিনী। গত তিন যাবৎ অভিযান পরিচালনা করে নৌ-বাহিনী। বঙ্গোপসাগরেরর সোনাদিয়ার, কুতুবদিয়া, আনোয়ারা ও বাঁশখালীর সীমান্তের বিভিন্ন সাগর পথে অভিযানে বেহুনি জাল, পেকুয়া জাল, টং জাল ও চরঘোরা জাল সহ প্রায় ১০ লক্ষ টাকার জাল জব্দ করেন।

বৃহস্পতিবার বিকালে জালগুলি আগুন দিয়ে পুড়ে পেলা হয়। মা ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১২ অক্টোবর থোকে টানা ২২ দিন মা ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মাৎস্য সরকার।

১২ অক্টোবর হইতে ২২ দিন সাগরে ইলিশ ধারা নিষেদ্ধা জারী থাকার সত্বেও ইলিশ ধরার অপরাধের জাল গুলি জব্দ করা হয়। নৌ-বাহিনীর লে.ক. সাহেদ সহ ২০ নৌবাহিনীর সদস্য অভিযানটি পরিচালানা করেন।

গতকাল বৃহস্পতিবার বিকাল নদীতে ভাসমান অবস্থায় ভোলা জেলার চরফ্যশন উপজেলার মনির হোসেন (২৫) নামের এক জেলেকে উদ্ধার করেন নৌ-বাহিনী। উদ্ধারকৃত জেলেকে নৌ-বাহিনীর সদস্যরা বাঁশখালী থানায় জিম্মায় দিয়েছে বলে উপজেলা মাৎস্য অফিসার নিশ্চিত করেন।

বাঁশখালী উপজেলা মাৎস্য অফিসার লুৎফর রহমান বলেন, সরকারিভাবে মা ইলিশ ধরা টানা ২২ দিন নিষেধাজ্ঞা জারী থাকার সত্বেও মা ইলিশ ধরার অপরাধে বাঁশখালীসহ বিভিন্ন সাগর পথে নৌ-বাহিনীর অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকার জাল জব্দ করে পুড়ে ফেলা হয়েছে।