অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মিরসরাইয়ে ২শত কেজি জেলীযুক্ত চিংড়ি মাছ ধ্বংস

0
mirsarai-jali-fish-news-20-10-2016-1
.

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ের ২শত কেজি জেলীযুক্ত চিংড়ি মাছ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার মাছ বাজারে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমনের নেতৃত্বে এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, জোরারগঞ্জ থানায় উপ-পরিদর্শক মো. মুজাহিদ প্রমুখ।

unnamed347
.

উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী জানান, বারইয়ারহাট পৌরসভার মাছ বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় পদ্মা ফিস সেন্টার, কর্ণফুলী ফিস সেন্টার, মায়ের দোয়া ফিস সেন্টার ও আবছার ফিস সেন্টারে জেলিযুক্ত ২শত কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। এসব জেলিযুক্ত চিংড়ি খেলে ক্যান্সার, কিডনী বিকল হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন জানান, তাদের এই অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে প্রত্যেকটি বাজারে ভেজাল বিরোধী অভিযান চালানো হবে।