চট্টগ্রামের বোয়ালখালীতে বাসে আগুন
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে প্রধান সড়কের পাশে পূর্ব থেকে দাড়িয়ে থাকা একটি বাসে আগুন লেখেছে। আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদরের কানুনগোপাড়া গোমদণ্ডি পাইলট স্কুলের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে েফায়ার সার্ভিসের বোয়ালখালী ষ্টেশন থেকে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বোয়ালখালি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ ছাবের উদ্দিন জানান, উপজেলা সদর এলাকায় দাড়িয়ে থাকা একটি যাত্রীশূণ্য বাসে আগুন লেখেছে। খবর পেয়ে আমাদের একটি গাড়ি সেখানে গিয়ে আগুন নেভাচ্ছে। কোন ধরণের হতাহত নেই।
স্থানীয়রা জানান, গার্মেন্টেসের শ্রমিক পরিবহণের কাজে নিয়োজিত এ বাসটি প্রতিদিন রাতে এ এলাকায় রাখা হয়। সকোলে এটি কালুরঘাট বিসিক শিল্প নগরীতে গার্মেন্টেসের শ্রমিক আনা নেয়া করে।
হয়তো বিড়ি সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে তাদের ধারণা।