অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ক্ষোভের আগুনে জ্বলছে নগর ছাত্রলীগ: সকল কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা

0
সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ইনসেটে সভাপতি ও ভারপ্রাপ্ত সাধা, সম্পাদক।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের প্রতি অনাস্থা ও সকল কর্মকাণ্ডকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে মহানগর ছাত্রলীগের একাংশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীন টিটু।এতে দুই শীর্ষ নেতার বিরুদ্ধে স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, অস্ত্রবাজদের স্থান, মাদক ব্যবসা ও ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তোলা হয়েছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের প্যাডে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাবি করেন, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তালেব আলীর নেতৃত্বে এক সভা ডেকে নগর ছাত্রীগের ৪৬ সদস্য সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বিরুদ্ধে অনাস্থা দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি (অনাস্থা) দেন। নগর ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করার নিয়ম থাকলেও বর্তমান সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়মনীতির তোয়াক্কা না করে সম্মেলনবিহীন ৫টি থানা কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও বিতর্কিত ও বিভিন্ন অপরাধে অভিযুক্তদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করা হয়েছে। যা সম্পূর্ণ স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, সংগঠনের নিয়মনীতি বর্হিভূত।

এসব কমিটিতে ছাত্রদল, ছাত্রশিবির থেকে অনুপ্রবেশকারীসহ অছাত্র, বিবাহিত, মাদক ব্যবসায়ী, অস্ত্রবাজদের স্থান দেওয়া হয়েছে। সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাদের একক ইচ্ছায় বিতর্কিত কমিটি দিয়ে চট্টলার ছাত্ররাজনীতিতে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পিতা মুজিবের হাতেগড়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে। এমতবস্থায় নগর ছাত্রলীগ কমিটির বিভিন্ন স্তরের নগরীর ৪৬ জন নেতৃবৃন্দ সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে এবং সর্বসম্মতিক্রমে চট্টগ্রামের সর্বস্তরের ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে নগর ছাত্রলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সকল কর্মকাণ্ডকে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়েছে।

অনাস্থা জ্ঞাপন করেন, সিনিয়র সহ-সভাপতি মো. তালেব আলী, সহ-সভাপতি ফারুক ইসলাম, আবদুল খালেক, একরামুল হক রাসেল, মো. জয়নাল উদ্দীন জাহেদ, মইনুল হাসান চৌধুরী শিমুল, শাহীন মোল্লা, সৌমেন বড়ুয়া, আমজাদ হোসেন, দিদারুল আলম ও শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজুল করিম বিলাস, সুজন বর্মণ, অমিতাভ চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক কবির আহমদ, সাস্কৃতিক সম্পাদক গিয়াস উদ্দীন জেবিন, অর্থ সম্পাদক হাসানুল আলম চৌধুরী সবুজ, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফুর ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওয়াহিদুর রহমান কিরণ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আবুল মনসুর টিটু, গণশিক্ষা সম্পাদক ওসমান গনি বাপ্পী, ছাত্র বৃত্তি সম্পাদক মিন্টু কুমার দে, সাহিত্য সম্পাদক হাসিব হাসান রুম্মান, স্কুল ছাত্র সম্পাদক মিয়া মো. জুলফিকার, নাট্য ও বিতর্ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাজ্জাদ আলী, রাসেল উদ্দীন তালুকদার, উপ-সাস্কৃতিক সম্পাদক মোহাম্মদ বিন ফয়সাল, উপ-বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পাদক শেখ শরফুদ্দীন সৌরভ, উপ-সমাজ সেবা সম্পাদক এস ইউ জোবায়ের, উপ-ক্রীড়া সম্পাদক আবদুল আল মামুন, উপ-পরিবেশ সম্পাদক তুষার চন্দ্র ধর, উপ-ধর্ম সম্পাদক এম আর হৃদয়, উপ-যোগাযোগ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপ-নাট্য সম্পাদক মনির আলম, সহ-সম্পাদক সাব্বির সাকির, আবদুল্লাহ আল মামুন, জাকারিয়া হাবিব জাবির, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান মুন্না, ইমাম উদ্দীন, ফাহাদ আসিফ, মমশাদ হোসেন রাব্বী ও আসিফ খান আরাফাত।

দীর্ঘদিন পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ডবলমুরিং ও চান্দগাঁও থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

মহানগর ছাত্রলীগের নেতাদের অভিযোগ, আর্থিক লেনদেনের মাধ্যমে নিজেদের অনগতদের দিয়ে কমিটি দিয়েছে মহানগর ছাত্রলীগের সভাপতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

সম্মেলন ছাড়াই সদ্য ঘোষিত ডবলমুরিং থানা ও চান্দগাঁও থানা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে নগরীর দেওয়ানহাট, চৌমুহনী মোড়, বহদ্দারহাট ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বিক্ষোভ করেছে ছাত্রলীগের একটি অংশ। এসময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধও করে তারা।