অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লালদীঘিতে জঙ্গিবাদ বিরোধী সমাবেশে যাবার পথে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

0
.

চট্টগ্রামের লালদীঘিতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সমাবেশে যাবার সময় ছাত্রলীগ যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০/১২জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সোয়া ৫টায় নন্দন কানন বৌদ্ধ মন্দির এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ পথচারী ১০ বছরের এক বালককে আটক করলেও পরে ছেড়ে দিয়েছে।

আহতদের মধ্যে ৫জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

চমেক হাসপাতালে ভর্তি হওয়া আহত ৫ জন হলেন-হেলাল উদ্দিন রাকেশ,ইয়াছিন আরাফাত বাপ্পী, শাহাদাত হোসেন ওমর, নুরুল হক মনির, মাহমুদ হোসেন, মো. আরাফাত

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান আহত ৫ জনকে চমেক হাসপাতালে নেয়ার পর ক্যাজুয়ালিটিতে ভর্তি করা হয়েছে। তবে রাত ১১টা পর্যন্ত এ ঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। আমরা নিজে উদ্যোগে ঘটনার তদন্ত করে দেখছি।

জানাগেছে, বিকেলের লালদীঘতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের মাদক-সন্ত্রাসবিরোধী মহাসমাবেশে যাবার পথে একটি মিছিলে পিছন থেকে হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপ। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে।

সুত্র জানান, জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু অনুসারিরা মিছিল নিয়ে যাবার সময় একই একই ওয়ার্ডে আগামী সিটি নির্বাচনের সম্ভব্য কাউন্সিলর প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা আবু মো. মহিউদ্দিনের অনুসারীরা এ হামলা চালায়।