অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীর ফার্মেসিতে নকল ঔষধ: দোকান সীলগালা

0
.

চট্টগ্রামের হাটহাজারীর পৌর সদরের একটি ফার্মেসীতে অভিযান চালিয়ে নকল ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় আলম ফার্মেসি নামে ওই ঔষধের দোকানটি সীলগালা করে দেয়া হয়েছে।

এদিকে ঔষধের দোকানের একটি গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে। এক লক্ষ টাকার বিক্রয় নিষিদ্ধ সরকারী ঔষধ।

অভিযানে নেতৃত্ব দেয়া হাটহাজারীর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পেয়ে দুই ফার্মেসি থেকে দুই ধরনের সেকলো কিনে বাসায় নিয়ে এসে পরীক্ষা করলাম। আসল সেকলোর দানাগুলো ছোটো ছোটো। ক্যাপসুলের গায়ে স্কয়ারটি লিখা।দানাগুলো তিতকুটে ধরনের স্বাদ।

নকল সেকলোর দানাগুলো হোমিওপ্যাথিক দানার সাইজ।ক্যাপসুলের গায়ে স্কয়ার লিখা নাই।দানাগুলোর স্বাদ ময়দার মতো। পরে আলম ফার্মেসীতে অভিযান চালিয়ে জব্দকৃত ২২৯ পাতা সেকলোর মধ্যে ২২৪ পাতা এক ধরনের (নকল)আর ৫ পাতা সেকলো অন্যধরনের (আসল)। এরপর গোডাউনে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকার সরকারি ঔষধ জব্দ করা হয়েছে।
দোকান বন্ধ করে দেয়া হয়েছে। অভিযানের খবর পেয়ে দোকানের মালিক পালিয়ে যায়।