ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধে চুয়েটে ক্লাশ বর্জন চলছে

প্রতিপক্ষের হাতে এক ছাত্র আহত হওয়াকে করে বিচারে দাবীতে সাধারণ শিক্ষাথীদের ব্যানারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্লাশ বর্জন করেছে ছাত্রলীগের একাংশ। এনিয়ে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সকাল থেকে ক্লাশ বর্জনের পাশাপাশি পরীক্ষাসহ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে ক্যাম্পাসের গোল চত্বরে অবস্থান করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
এদিকে এ পরিস্থিতিতে করনীয় নির্ধারণ এবং ঘটনার সমাধানের লক্ষে্য ছাত্রলীগের এক পক্ষকে নিয়ে জরুরী সভায় মিলিত হয়েছে প্রশাসন।
দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত সভা চলছিল। সভায় ভিসি, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, ডীন, পরিচালক, প্রভোস্টসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

মুক্তাদির শাওনের উপর অমানবিক ও বর্বর নির্যাতকদের বিচার ও আজীবন বহিষ্কারের দাবিতে ছাত্রলী লাফসু গ্রুপ সাধারণ শিক্ষার্থির ব্যানাররে আজ সকাল থেকে ক্লশ বর্জনের ডাক দেয়।
এদিকে আজ মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে বিকাল সাড়ে চারটায় চুয়েট’র ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক জানান, তদন্ত কমিটিকে ২৭ অক্টোবরের মধ্যে রির্পোট দিতে বলা হয়েছে। ছাত্রদেরকে কাল থেকে ক্লাসে ফিরতে অনুরোধ করা হয়েছে। তবে ছাত্ররা বলছে, প্রয়োজনে তারা ২৭ অক্টোবর আবার আসবে।
বৈঠকে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম , রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকসহ ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্টগণ উপস্থিত ছিলেন।