অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত লেখক নাজিম উদ্দিন এ্যানেল

0
.

হল ভর্তি দর্শকের মুহু-মুহু করতালি আর অগণিত সুহৃদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হলেন তরুণ প্রজন্মের বরেণ্য সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।

গতকাল ২৩ জানুয়ারি নগরীর সিআরবিস্থ তাসফিয়া গার্ডেনের ব্যাংকুইট হলে লেখক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল’র জন্মদিন উপলক্ষে প্রীতি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম রিপোর্টস ফোরাম এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক কাজি আবুল মনসুর।

সামাজিক সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ, কিংডম পরিবার ও ইউনিভার্সিটি স্টুডেন্ট সলিডারিটি অব চিটাগাং এর যৌথ উদ্যোগে প্রচেষ্টার সভাপতি মইন উদ্দিন আকবর এর সঞ্চালনায় সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি পলাশ কান্তি নাথ।বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, মূখ্য আলোচক ছিলেন কলামিস্ট ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, সিপ্লাস টিভির সিইও আলমগীর অপু, পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া দিপু, রেলওয়ে থানা জিআরপি) ওসি শহিদুল ইসলাম, সাংবাদিক খোরশেদুল আলম শামিম, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি হাজি সাহাব উদ্দিন, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক সাংবাদিক আয়ান শর্মা, দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক শাওন ইমতিয়াজ, দুদক পিপি এডভোকেট মুজিবুল হক, আল কবির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ হারুন, বাওসোর ওমান সভাপতি মোঃ নবী হোসেন, তাজুল ইসলাম পলাশ বাওসোর সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম চৌধুরী, যুগ্ন সম্পাদক এডভোকেট শফিউল ইসলাম খোকন, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি হাসমত আলী, সাধারণ সম্পাদক সুপন বড়ুয়া চৌধুরী, নারী নেত্রী নাদিরা সুলতানা হেলেন, সংগীত শিল্পী লিজা আক্তার।

এছাড়া সংগঠক মোহাম্মদ আওলাদ হোছাইন, শাকিল আল মামুন, জনি বড়ুয়া, মহিউল ইসলাম মহিন, নাজিমুদ্দিন সাগর – মিশু পারভিন, প্রকৌশলী এরশাদুল হক ছিদ্দিকী, কবি আবুল হাসনাত মানিক, সংগঠক মোঃ রবি ,সদস্য মিনহাজ ও ইয়ামিন,ফরিদুল আলম,আমান উল্লাহ দৌলত,মাওলানা জসিম উদ্দিন, লেখক ইয়াছিন আরাফাত মুন্না, মোহাম্মদ রুবেল, আব্দুল্লাহ মজুমদার, আলমগীর রানা, সঙ্গীত শিল্পী লোপা ও আবু হানিফ চৌধুরী প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নাজিম উদ্দিন এ্যানেলের সমাজচিন্তাও দেশপ্রেম এদেশের তরুণ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হতে পারে! তার মানবিক কাজ অামাকেও অভিভূত করে, মাটিও মানুষের কল্যাণে এ্যানেলের মতো দেশের প্রতিটা যুবক যদি এগিয়ে আসে দেশটাই বদলে যাবে! এ্যানেল কেবল একজন লেখক সংগঠক নয় একটা বৃহৎ প্রতিষ্ঠান।

এই প্রথম দেখলাম একজন লেখক সংগঠক কত জনপ্রিয় হলে এতো মানুষের ভালোবাসা পায়? তার এই জনপ্রিয়তা যেন কারো প্রতিহিংসার কারণ না হয়, দেশও দশের কল্যাণে তার লিখনিও মানবিক কর্মকান্ড আরও শক্তিশালী হোক, আমরা প্রজেটিভ বাংলাদেশ চাই।