অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লোহাগাড়া চুনতি উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত

0
.

আলো’০৬ ও তারুণ্য’১২ এর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ চিটাগাং সিটি, লিও ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটি, লিও ক্লাব অফ চিটাগাং রোজ ভ্যালি, লিও ক্লাব অফ চিটাগাং ব্লু স্কাই এর সহযোগিতায় চুনতি উচ্চ বিদ্যালয়ে একটি ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। এতে ৩৮০ জন রোগীকে সেবা দেয়া হয়। প্রায় ২৫০ জন রোগীকে প্রাথমিক কিছু ঔষধের ব্যবস্থা করা হয়। এরপর চুনতির শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের নিয়ে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লায়ন ইফতেখার আরিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ চিটাগাং সিটি এর ট্রেজারার লায়ন রাজেশ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ চিটাগাং সিটি এর সভাপতি লায়ন কামরুল ইসলাম পারভেজ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ইসলাম খান, চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, চুনতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও স্কুলের প্রাক্তন শিক্ষক মমশাদুর রহমান, বর্তমান শিক্ষক অসীম কুমার দাশ, জনাব মো: দেলোয়ার, চুনতি ইউনিয়নের স্থানীয় মহিলা প্রতিনিধি জনাবা পারভীন আক্তার, স্থানীয় প্রতিনিধি মো: শহীদ, স্কুলের প্রাক্তন ছাত্র ফজলে এলাহী আরজু প্রমুখ।

পুরষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার হিসেবে ক্রেষ্ট ও বিভিন্ন ফলজ গাছের চারা উপহার দেয়া হয়।

বক্তারা বলেন, বর্তমান ছাত্রসমাজ আমাদের সমাজের দায়িত্ব নিতে শিখছে। তারা আরো বলেন, আজ আলো’০৬ এবং তারুণ্য’১২ এর সদস্যরা দেখিয়েছে কিভাবে ছাত্ররা সমাজের মানুষের উপকারে ভুমিকা রাখতে পারে। তারা উক্ত ক্লাব দুটিকে ধন্যবাদ জানান তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চক্ষুশিবির সফল করার জন্য। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন আলো’০৬ এর সদস্য মো: জিয়াদুল আমিন চৌধুরী।

সুত্র:প্রেস বিজ্ঞপ্তি :