অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ৫ ঘর পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

0

 

রাঙামাটি জেলা প্রতিনিধি:

img_0590
অগ্নিকাণ্ডের পর সহায় সম্বল হারানো পরিবারের সদস্যরা খুজে দেখছেন কিছু পাওয়া যায় কিনা।

রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকয় অগ্নিকান্ডের ঘটনায় ৫টি বসতঘর সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত ৮টা ৩৫ মিনিটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে নিঃস্বহ হয়ে গেছে পাঁচটি পরিবার।

স্থানীয়রা জানিয়েছে, শহরের ভেদভেদীস্থ পশ্চিম মুসলিম পাড়াস্থসিএন্ডবি কলোনী এলাকার জনৈক নুর ইসলাস সওদাগরের ঘরের রান্নার চুলা থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। এসময় চুলার পাশেই থাকা গ্যাস সিলিন্ডার মাধ্যমে মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

খরব পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী, আনসার বাহিনীর সহযোগিতায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে আগুনে সবকিছু পুড়ে নিঃস্ব হয়েগেছে পাঁচটি পরিবার।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি আগুনে তাদের অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও আওয়ামীলীগ নেতা শামছুল আলম জানান, আগুনে নিজেদের প্রাণ নিয়ে কোনো রকম বেঁচে এসেছে পাঁচটি পরিবারের সদস্যরা। তাদের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

রাঙামাটি ফায়ার সার্ভিস এর উপ-সহকারি পরিচালক দিদারুল আলম জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষনিকভাবে ছুটে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি জানান, তাৎক্ষনিকভাবে আমরা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারিনি।