অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মহানবী হযরত মুহাম্মদ (স.) নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য বয়াতি শরিয়ত সরকার গ্রেফতার

0
.

মহানবী হযরত মুহাম্মদ (স.), মসজিদের ঈমাম ও ইসলামের নানা বিষয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের জেরে টাঙ্গাইলের মির্জাপুরে বয়াতি শরিয়ত সরকারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার ভোরে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বয়াতি শরিয়ত সরকার গত ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই থানাধীন রোহাট্রেক এলাকায় পালা গানের একটি অনুষ্ঠানে মহানবী, মসজিদের ঈমাম ও ইসলামের নানা বিষয়ে আপত্তিকর বক্তব্য করেন বলে অভিযোগ ওঠে। সেখানে তিনি দাবি করেন, গান-বাজনা হারাম কোরআনে কোথাও এই কথা বলা হয় নাই। কেউ যদি হারাম প্রমাণ দিতে পারে তবে তাকে ৫০ লাখ টাকা দেবে বলে চ্যালেঞ্জ করেন। যারা নামাজ পড়ে সিজদা দিয়ে কপালে কালো দাগ করে, তাদের কপাল থেকে ১১৩টি কিরা বের হয় বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। এই বক্তব্য পরবর্তীতে ইউটিউবে ভাইরাল হয়ে গেলে তাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফুঁসে উঠে স্থানীয় মুসলিম জনতা। মানববন্ধন, সমাবেশও করেন তারা।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, ‘বয়াতি শরিয়ত সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’