অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঘন কুয়াশার কারণে চট্টগ্রামে নামতে পরেনি ৩টি আন্তর্জাতিক ফ্লাইট

0
.

ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ঢাকায় চলে গেছে ৩টি আন্তর্জাতিক ফ্লাইট। বিমান বন্দর সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ৭টায় দোহা থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইট, সকাল ৮টা ২২ মিনিটে দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট ও ৮টা ২৬ মিনিটে মাসকাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭ ড্রিমলাইনার প্লেন চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ফ্লাইটগুলো চট্টগ্রামে নামতে না পেরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক খায়রুল কবির পাঠক ডট নিউজকে বলেন, ঘন কুয়াশার কারনে আন্তর্জাতিক তিনটি ফ্লাইট সকালে অবতরণ করতে না পেরে ঢাকায় অবস্থান করছে। দ্রুত সময়ের মধ্যে ফ্লাইটগুলো চট্টগ্রামে চলে আসবে। এছাড়াও আজ সকালের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো এক ঘন্টা দেরিতে ছাড়ছে। সকাল ৯টার পর থেকে  স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।