অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এনআরসি নিয়ে উদ্বেগের কিছু নেই,অর্থনৈতিক অগ্রগতির কারণে কেউ কেউ এদেশে আসছে

0
.

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত কাউকে বাংলাদেশে পুশব্যাক করছে না। বরং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি হওয়ার কারণে ফড়িয়াদের মাধ্যমে কেউ কেউ এদেশে আসছে। তারা যদি বাংলাদেশি না হয়ে থাকেন তাহলে ফেরত পাঠানো হবে।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের এনআরসি নিয়ে উদ্বেগের কিছু নেই, এটা তাদের অভ্যন্তরীন বিষয়। ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের তালিকা চাওয়া হবে বলেও মন্ত্রী জানান।

রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা বিষয়ে মিয়ামমারের আচরণে কিছুটা পরিবর্তন এসেছে।

ভারত সফর বাতিলের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার ভারত সফরে যাওয়ার সময় প্রতিমন্ত্রী-সচিব বিদেশে অবস্থান করছেন। সে কারণে সফর বাতিল করা হয়েছে।