অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাবেক সিভিল সার্জন সরফরাজ খানসহ ৪ ডাক্তার ও ৩ ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা

0
.

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম ও দুনির্তীর মাধ্যমে ৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা: সরফরাজ খান চৌধুরীসহ ৪ ডাক্তার ও ৩ জন ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ (মামলা নং-৪৬ তারিখ: ২৫/১১/২০১৯ খ্রি:) মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী দুদক প্রধান কার্যালয় সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামীরা হলেন, ডা: সরফরাজ খান চৌধুরী, প্রাক্তন সিভিল সার্জন, চট্টগ্রাম ও প্রাক্তন তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, (বর্তমানে অবসরপ্রাপ্ত)।

ডা: মোঃ আব্দুর রব, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন), চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সভাপতি, বাজার দর কমিটি।

ডা: মোঃ মইন উদ্দিন মজুমদার, জুনিয়র কনসালটেন্ট (অর্থো-সার্জারী), জেনারেল হাসপাতাল, সদস্য, বাজার দর কমিটি।

ডা: বিজন কুমার নাথ, সিনিয়র কনসালটেন্ট (সার্জারী), ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সদস্য সচিব,বাজার দর কমিটি।

মোঃ জাহের উদ্দিন সরকার, প্রোপাইটর-বেঙ্গল সাইন্টেফিক এন্ড সার্জিকেল কোং, ২৫/১ তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা । মুন্সী ফারুক হোসেন, প্রোপাইটর-মেসার্স আহম্মদ এন্টারপ্রাইজ, হাউস নং-৪৪/এ, ব্লক-ডি, রোড নং-৩, মিরপুর-১২, ঢাকা ও আফতাব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এ এস এল, হাউস নং-৯৬/২, রোড নং-৬/এ , পুরাতন ডিওএইচএস, বনানী, ঢাকা।