অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আস্ত ট্রাক উঠে গেল প্রাইভেটকারের উপর!

0
.

আস্ত একটা ট্রাক উঠে গেল প্রাইভেট কারের উপর। এতে কারটি দুমড়ে মুচড়ে গেছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন প্রাইভেটকারের সকল আরোহী।

.

প্রত্যক্ষ্যদর্শী শিক্ষক সেলিম আজাদ ঘটনার বর্ণনা দিয়ে পাঠক ডট নিউজকে জানান, বিকেল ৫টার সময় দেওয়ানহাট ডবলমুরিং থানার সামনে ফ্লাইওভারের উপর দিক থেকে ধেয়ে আসা একটি ট্রাক হঠাৎ একটি প্রাইভেট কারের ওপর উঠে যায়। এসময় কারটি পুরো দুমড়ে মুচড়ে যায়।

তিনি জানান, চট্টমেট্রো ট-১৪-৫১৫১ নম্বরের ট্রাকটি প্রচণ্ড গতিতে সামনে এলিয়ন মডেলের প্রাইভেট কারের ওপরে উঠে গেলে সেটি মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায়। এসময় প্রাইভেট কারের (নম্বর ১৩৩-৪৭১) যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় তারা প্রাণে রক্ষা পান।

ঘটনাস্থলে কয়েকজন মন্তব্য করেন, চট্টগ্রামের ফ্লাইওভারগুলোতে নেই নিরাপদ ডিভাইডার। নেই ট্রাফিক সাইন। ফলে একের পর এক ঘটছে দুর্ঘটনা। ঘটছে প্রাণহানি। গত ২৫শে জানুয়ারি নগরীর সবচেয়ে বড় আখতারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারায় এক প্রাইভেটকার চালক। এর আগে এই ফ্লাইওভারে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই মোটরসাইকেল আরোহী। ফ্লাইওভারটি খুলে দেয়ার চার মাসের মাথায় এ পর্যন্ত ৫টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে প্রাণ গেছে ৬ জনের।