অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মর্গে ছোঁয়া মনির নিথর দেহ, ঢাকার পথে আহত বাবা-মা

3
.

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহত হয় তিন বছরের ছোঁয়া মনি। তার মরদেহ পড়ে আছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে।

ছোঁয়া মনির বাবার নাম সোহেল মিয়া, মা নাজমা বেগম। মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটার দিকে কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনে ওই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হন তারাও।

অন্যদের মতো তাদের তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। মর্গে নেওয়ার পরই চিকিৎসকরা ছোঁয়া মনিকে মৃত ঘোষণা করেন।

আর সোহেল ও নাজমার অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেওয়া হয় ঢাকা মেডিকেলে।

ছোঁয়া মনির লাশটি ময়নাতদন্ত ছাড়াই বাড়ি নিয়ে যেতে চান তার মামা জামাল। তিনি এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছেন। – বিডি প্রতিদিন

৩ মন্তব্য
  1. Mohammad Younus বলেছেন

    ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আল্লাহ রহমত দান করুন আমীন

  2. MD Ashraf Hossain Asad বলেছেন

    এর আবাল নরোকিট হা হা হা রিয়েক্ট দিয়েছে

  3. MD Mosharaf Hossain বলেছেন

    এইরকম একটা পোস্টে হা হা রিয়াক্ট,,??

    সত্যি দেশটা এখন অন্যরকম হয়ে গেছে,, 😢😢