অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বর্তমানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনৈতিক কর্মকাণ্ডে আবাহনীর সম্মান ভূলুণ্ঠিত

0
.

বাংলাদেশ নয় শুধু দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠন হিসেবে আবাহনী একটি প্রথম সারির দল। স্বাধীনতার পরবর্তীকালে দেশের ক্রীড়াঙ্গণের ক্রান্তিকালে শেখ কামাল এই আবাহনী প্রতিষ্ঠা করেছিলেন। কোটি কোটি ক্রীড়ামোদীর প্রাণের সংগঠন আবাহনী প্রতিষ্ঠার মাধ্যমে দূরদর্শী সংগঠক শহীদ শেখ কামাল বাংলাদেশের ক্রীড়াঙ্গণে অমর হয়ে আছেন। ঢাকা আবাহনীর প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্যে ১৯৮০ সালের ১০ অক্টোবর দিদারুল আলম চৌধুরীর আহবানে প্রথম সভার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্র গঠিত হওয়ার পর থেকে হাটি হাটি পা পা করে সেই আবাহনী আজ কোটি কোটি সমর্থকের ভালোবাসার সংগঠন।

আজ একের পর এক শীরোপা জয় করে চট্টগ্রাম ছাড়িয়ে দেশে নয় শুধু বহির্বিশ্বেও আলো ছড়িয়ে যাচ্ছে। বর্তমানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে ফলে আজ আবাহনীর সম্মান ভূলুণ্ঠিত। আবাহনীর সাবেক বর্তমান কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে আবাহনীর ভাবমূর্তি পুনরুদ্ধারের আহবান জানান। আসন্ন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্ণামেন্ট সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতেও সকলের প্রতি আহবান জানানো হয়।

আবাহনীর ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রাম আবাহনীর উদ্রোগে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

এ উপলক্ষে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম আবাহনীর বর্তমান, সাবেক কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান আবাহনী সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন।  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন আলহাজ দিদারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান পরিচালক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ফয়েজুল কবির, বর্তামান পরিচালক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুরুল আলম মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন ভুলু, প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক সাংবাদিক কবি আবু তাহের মুহাম্মদ।

উত্তর জেলা আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি মোঃ সাহাব উদ্দীন হাসান বাবুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আবাহনী সমর্থক গোষ্ঠীর সাবেক সভাপতি, আবাহনীর সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল আহম্মদ, চট্টগ্রাম জেলা সমর্থক গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দীন নোয়াব, মহানগর সমর্থক গোষ্ঠীর সাবেক সভাপতি শাহনেওয়াজ খালেদ, কেন্দ্রীয় আবাহনী সমর্থক গোষ্ঠীর সদস্য মঈনুদ্দিন হাসান বাহাদুর, মহানগর সমর্থক গোষ্ঠীর সভাপতি নাছির উদ্দিন মাহমুদ, নাসির মিয়া, আবাহনীর সাবেক ফুটবলার নিজামুদ্দিন বলি, সাবেক হকি খেলোয়াড় নিজাম উদ্দিন নিজু, মহানগর সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক সুফিউর রহমান টিপু, গোলাম মোস্তফা আজাদ, আশরাফ উদ্দিন ইভান, নিজাম উদ্দিন আহম্মদ, শামিম আহমেদ, মাহবুবুর রহমান, মোহাম্মদ মহসিন, আলি ওসমান রাজু, জাহাঙ্গির হোসেন, মোহাম্মদ আলমগীর, মীর হোসেন, মোহাম্মদ সোহেল, নাছির উল্লাহ, হারুন অর রশিদ, স্বপন দাশ, তৌহিদুল ইসলাম মানিক প্রমূখ।

আলোচনা সভার শুরুতে শহীদ শেখ কামাল এবং চট্টগ্রাম আবাহনীর যে সকল কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থক মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা এবং আলোচনা সভা শেষে ৩৯ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।