অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

উখিয়ার পাহাড় থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও সাময়িক বাহিনীর পোশাক উদ্ধার

0
উদ্ধারকৃত অস্ত্র।

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং থেকে অস্ত্র-গুলি ও সামরিক বাহিনীর সাদৃশ্য পোশাক উদ্ধার করেছে পুলিশ। এসময় ৪টি অস্ত্র, রাইফেলের গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকে হলদিয়াপালংয়ের উত্তর বড়বিলের পাহাড়ি এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র ও পোশাক উদ্ধার করা হয়েছে। অস্ত্র, গুলাবারুদ, পোষাক উদ্ধারকালে কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশের ধারণা, উদ্ধারকৃত মালামাল গুলো কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের হতে পারে। উদ্ধারকৃত মালামাল নিয়ে জব্দ তালিকা তৈরী করে একটি জিডি এন্ট্রি করা হয়েছে বলে জানান ওসি আবুল মনসুর।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার দুর্গম এলাকা হলদিয়া ইউনিয়নের বড়বিল গ্রামটি অনেকটা সন্ত্রাসীদের আস্তানা হিসেবে খ্যাত। বিশেষ করে এলাকাটি পার্বত্য অঞ্চলের নিকটবর্তী হওয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের বিচরণ ছিল এই গ্রামে।

এলাকাবাসীর গোপন তথ্যের ভিত্তিতে একদল পুলিশ ঘটনাস্থল হলদিয়া উত্তর বড়বিল পাহাড়ি অঞ্চলের বাঁশঝাড়ের ভেতরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৪টি দেশীয় অস্ত্র, কার্তুজ রাইফেল ৪টি, দেশীয় অস্ত্রের কার্তুজ ২টি, আনসার পোশাক ৩ সেট, সামরিক বাহিনীর পোশাকের ন্যায় ২ সেট, আনসার ক্যাপ ৪টি, ব্লেড ১ জোড়া, পিটি শো ১ জোড়া, ৩ জোড়া মোজা উদ্ধার করা হয়।