অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“দিনে স্বেচ্ছায় আত্মসমপর্ণ, রাতে ক্রসফায়ারে মৃত্যু!”

0
নিহত বেলাল।

চট্টগ্রামে স্বেচ্ছায় থানায় আত্মসমপর্ণের ১২ ঘন্টার মাথায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে নগরীর খুলশী থানার জালালাবাদ পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে পুলিশের দাবী।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ বেলাল (৪৩)।

পুলিশের দাবি, বেলাল একজন তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষ সন্ত্রাসী।তার বিরুদ্ধে ১৩ মামলার রয়েছে। এছাড়া সরকারি জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান, রাতে আসামী বেলালকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বের হলে জালালাবাদ পাহাড়ে তার সহযোগীরা তাকে (বেলালকে) চিনিয়ে নেয়ার জন্য হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী বেলাল নিহত হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, আগের দিন বুধবার দুপুর একটায় সন্ত্রাসী বেলায় স্বেচ্ছায় থানায় উপস্থিত হয়ে আত্মসমপর্ণ করে।

নিহত বেলাল নগরীর আমবাগানে রেলওয়ে লোকোশেড কলোনির আবদুল কাদেরের ছেলে। তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে।

তার বিরুদ্ধে নগরীর খুলশী থানাসহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

স্থানীয় সুত্রে জানাগেছে জানায়, সন্ত্রাসী বেলাল নগরী পাহাড়তলী ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণের অনুসারী হিসেবে পরিচিত। আত্মসমর্পণের পর বেলালকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছিলেন পুলিশ।