অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সফর বাতিল করে রাতেই দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী

7
.

সারা দেশে মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু। এ পরিস্থিতিতে সরকার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করেছে। তবে এরই মধ্যে সপরিবারে মালয়েশিয়া সফরে গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র সমালোচনার মধ্যে আজ রাতেই দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সফর সংক্ষিপ্ত করে রাতে দেশে ফিরবেন তিনি।

বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মন্ত্রী আজ রাতে দেশে ফিরবেন। বৃহস্পতিবার দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিং করবেন। সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জানাতেই মন্ত্রীর এই সংবাদ ব্রিফিং।

প্রসঙ্গত, ডেঙ্গুর কারণে রাষ্ট্রীয় দুযোর্গে ব্যক্তিগত ভ্রমণে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকে ৪ আগস্ট দেশে ফেরার কথা ছিল। গত কয়েকদিন এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। এ কারণে বুধবার রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন মন্ত্রী।

মন্ত্রীর এ সফর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর রয়েছে, সে প্রসঙ্গে বুধবার কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কে দেশে কে বিদেশে তা বিষয় নয়, ডেঙ্গু মোকাবেলায় কাজ হচ্ছে কিনা সেটিই মুখ্য বিষয়। এ সময় রাষ্ট্রীয় এই দুর্যোগে স্বাস্থ্যমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে কাদের বলেন, কারও ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না।

প্রসঙ্গত, মঙ্গলবার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতে স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তাদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ২৫ জুলাই ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত ‘ডেঙ্গু চেঞ্জিং ট্রেন্ডস অ্যান্ড ম্যানেজমেন্ট’ আপডেট শীর্ষক এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘বর্তমানে ডেঙ্গু (এডিস) মশা অনেক হেলদি। তাদের প্রজনন ক্ষমতাও বেশি। রোহিঙ্গাদের মতই তাদের প্রজনন ক্ষমতা।’ তার এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয়।

৭ মন্তব্য
  1. M.a. Hanif বলেছেন

    আসার দরকার কি

  2. মোঃ শামীম বলেছেন

    মাননীয় প্রধানমন্ত্রী, এসব মন্ত্রীদের বহিস্কার করুন।এরা টাকাকে প্রাধ্যন দেয় জনগনকে না?কথাটা আমলে নিবেন।

  3. Rony Khan বলেছেন

    Ato din ki bal falaise bahire

  4. MD Tawhidul Islam Sayedee বলেছেন

    ওনি কি পুরো ফ্যামেলী নিয়ে ফিরতেছেন, নাকি একা ফিরতেছেন?

  5. Jahirul Islam বলেছেন

    Shameless Minister.

  6. Abu Taher বলেছেন

    উনি গেছেন উনার পরিবারকে নিরাপদে রেখে আসার জন্য।

  7. Sharif Ahmed Kazi বলেছেন