অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডেঙ্গু আক্রান্ত দেশ : সপরিবারে মালয়েশিয়ায় পাড়ি জমালেন স্বাস্থ্যমন্ত্রী

19
.

রাজধানীসহ সারাদেশে যখন ডেঙ্গু আতঙ্ক, ডেঙ্গু জ্বর উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় বাতিল করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটিও। ঠিক এমন সময়ে দেশে নেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জানা গেছে, তিনি বর্তমানে সপরিবারে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রী বন্যাদুর্গতদের সাহায্যার্থে তার নির্বাচনি এলাকা মানিকগঞ্জে অবস্থান করছেন। যদিও মানিকগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জেলায় আছেন এমন খবর তার জানা নেই।

মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সপরিবারে মালয়েশিয়া গেছেন। সাত দিন পর তার দেশে ফেরার কথা।

কিন্তু মন্ত্রী বর্তমানে দেশে নাকি দেশের বাইরে, এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ার মাঝেই প্রকাশ পেল মন্ত্রীর ছুটিতে যাওয়ার সময়সূচি।

.

স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব মো. ওয়াহাদুর রহমানের সই করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৫ জুলাই তারিখের একটি সময়সূচির বিজ্ঞপ্তিতে দেখা গেছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ব্যক্তিগত সফরে ২৮ জুলাই ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা করেছেন।

আগামী ৩ আগস্ট সেখান থেকে বাংলাদেশের পথে রওনা হয়ে ৪ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও লেখা আছে, মন্ত্রীর সঙ্গে তার স্ত্রী শাবানা মালেক এবং মেয়ে সাদেকা মালেকও ওই সফরে থাকছেন। তাদের জন্য ২৭ জুলাই থেকে দ্য ওয়েস্টিন কুয়ালালামপুর হোটেলে কক্ষ বুক করাও হয়েছে।

১৯ মন্তব্য
  1. Yeaqub Hossen বলেছেন

    নন্দলাল

  2. Mahraz Mukul বলেছেন

    আহারে দেশ

  3. Mahraz Mukul বলেছেন

    ও কি মনএি

  4. Naimur Rahman Dulal বলেছেন

    পালিয়ে গেলো নাকি

  5. রফিকুল আলম বলেছেন

    রাতের ভোটের মন্ত্রী এমন হবেই

  6. Abu Musa বলেছেন

    সরকারের অপছন্দ মন্তব্য হলেই গুজব। এটা ও কি গুজব?

  7. Sheikh Farid বলেছেন

    মাদার চুদ তুই আর তোর পরিবার বাচাঁলেই কি হবে। সাধারণ জনগণের কি হবে এক টা চিন্তা করছিস, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি এই সব আবাল চুদা লোক দিয়ে দেশ চালানো যাবে না।

  8. Ahmedul Haque Morshed বলেছেন

    যদি তার ও তার পরিবারের কেউ ডেঙ্গু তে আক্রান্ত হয়,সে জন্য আরকি!

  9. Alee Mansur বলেছেন

    নিরোর কথা মনে পড়ে গেলো !!

  10. Shahed Akboer বলেছেন

    আরো আছে পালাইছে জনগন কে ডেঙ্গু বন্ধুর কাছে রেখে।

  11. Hasnatul Islam Millat বলেছেন

    কথায় বলে,-“নিজে বাচলে,বাপের নাম”। তাই,….

    1. Shohelrana Shohel বলেছেন

      Hasnatul Islam Millat রাইট

  12. Golam Dostagir Palash বলেছেন

    উনি স্বাস্থ্য সচেতন তাই কোন ঝুঁকি নেননি।

  13. Md Osiur Rahman বলেছেন

    BEING afraid of DENGUE ! ! OR urgent task .

  14. Mehebub Rehman বলেছেন

    Vote sora montri.

  15. Golam Mostofa বলেছেন

    ওইশালা মন্তিরিকে কুততার ইনজেকসান কইরা মাইরাহালা শালা একটা ভাইরাজ

  16. Mohammad Salahuddin Sanny বলেছেন

    Sarkarer Paper Fol Hosse Ei Rog.

  17. মুহাম্মদ হানিফ বলেছেন

    ডেঙ্গুর ভয়তে নয় কি!

  18. MD Amdadul Haque Halim বলেছেন

    যোগ্য উত্তরসূরি