অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে ফেনন্সিডিল উদ্ধার মামলায় আ’লীগ নেতা বিজয় চক্রবর্তী গ্রেফতার

6
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডে ফেন্সিডিল উদ্ধার মামলায় বিজয় চক্রবর্তী নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (২৮ জুলাই) রাত ৮ টার সময় পুলিশ সীতাকুণ্ড সদর থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ২৩ জুলাই মঙ্গলবার বিকাল ৩টায় সময় পৌর সদরের মার্কেট থেকে ৫৭ বোতল ফেন্সিডিলসহ বিপ্লব বনিক বিলু নামের বিবি জুয়েলার্সের দোকানের কারিগরকে আটক করা হয়। বিপ্লব বনিক বিলুকে পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করলে তিনি বিচারকের সামনে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্ধিতে ফেনন্সিডিল ব্যবসার সাথে বেশ কয়েকজন নাম পরিচয় প্রকাশ করে।

এর পরিপ্রেক্ষিতে উপজেলা আওয়ামীলীগ নেতা বিজয় চক্রবর্তীকে পুলিশ গ্রেফতার করেছে।

এব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ সুজায়েত বলেন, ৫৭ বোতল ফেন্সিডিলসহ বিপ্লব বনিক বিলুকে গ্রেফতারের পর সে আদালতে বিজয় চক্রবর্তী জড়িত থাকার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দিলে তাকেও আমরা মাদক মামলায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার করেছি।

৬ মন্তব্য
  1. Sagor Sagor বলেছেন

    ওরে মাদার চোদ ওরে ওরে

  2. Maharun Nipa বলেছেন

    হিন্দুরা বেশী করে এসব কাজ গুলা।

  3. অসমাপ্ত চিঠির শিরোনাম বলেছেন

    ওরা সংখ্যালঘু। ওরা নিরপরাধ 🙄🙄

  4. Razzak Raju বলেছেন

    আহরে,,,,,দাদায়,,,,,,,,ব্রাহ্মণ্ যে,,,,,,,কুলীন,,,, বংশের ছেলে,,,,তার পর আবার,,,,,,আওয়ামী লীগের লোক,,,,, মুদির অতি কাছের লোক,,,,দ্যাখেন কিছু একটা করা জায় কিনা,???

  5. Md Moin Uddin Mollah বলেছেন

    সেই ভাল কাজ এর শিকড় অপরানো হোক

  6. Lion Kazi AliAkbar Jased বলেছেন

    খুবই দুঃখজনক