অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

তিন মিনিটে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে একজন

0
.

ডেঙ্গু আক্রান্ত আরও ৫৬১ জন রোগী গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এদের মধ্যে দুজন হেমোরজিক ডেঙ্গুতে আক্রান্ত।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৪৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, মিটফোর্ডে ৫৭ জন, ঢাকা শিশু হাসপাতালে ১১ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪৮ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৮০ জন, বারডেম হাসপাতালে ৪ জন, রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ১৬ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৬ জন এবং বেসরকারি ক্লিনিকগুলোতে ১৩৭ জন ভর্তি হয়েছে।

হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার ইউএনবিকে বলেন, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা সিটিতে ৫৫৯ জন, রাজধানীর বাইরে একজন এবং আরেকজন খুলনার।

এবছর ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত সরকারি হিসেব মতে ৭ হাজার ৭৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে আটজন মারা গেছেন। -সুত্রঃ ইত্তেফাক