অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শাহআমানতে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে গেল ৩ ফ্লাইট

0
.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে দুটি আন্তর্জাতিকসহ ৩টি বিমান।

টানা ভারী বর্ষণসহ বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করতে না পেরে ঢাকায় ল্যান্ড করেছে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।

ল্যান্ড করতে না পারা ফ্লাইটগুলো হল- কলকাতা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি ও ইউএস বাংলার ২টি ফ্লাইট।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই আলম জানান, ভারী বৃষ্টির বুধবার (১০ জুলাই) দুপুরে তিনটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে সেগুলো ঢাকায় অবতরণ করে। দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে ফ্লাইট দুটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটের বাংলাদেশ বিমানের ফ্লাইটও দুপুরে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে কক্সবাজারে সেটি অবতরণ করে। ফ্লাইটটি দুপুর ২টা ৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

এদিকে চট্টগ্রামে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। আজ বুধবার (১০ জুলাই) দুপুর থেকে চট্টগ্রামে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে।

নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।