অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মুহম্মদ জাহাঙ্গীর আর নেই

25
.

লেখক, সাংবাদিক ও চট্টগ্রামের কৃতি সন্তান মুহম্মদ জাহাঙ্গীর আর নেই। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় তিনি ঢাকার গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে ভোগছিলেন।

ইউনুস সেন্টারের এজিএম তানভিরুল ইসলাম জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,জাহাঙ্গীর গত দুইদিন লাইফ সাপোর্টে ছিলেন। আজ রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আপন ছোট ভাই।

মোহাম্মদ জাহাঙ্গীর ২৫ বইয়ের রচয়িতা। এগুলোর বেশিরভাগই সাংবাদিকতা নির্ভর। তিনি সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিনিউকেশনের নির্বাহী পরিচালক।

মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৫১ সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্ম গ্রহণ করেন। তিনি মিডিয়া বিষয়ক একজন লেখক হিসেবে বাংলাদেশে সুপরিচিত। এ ছাড়াও রাজনীতি ও বিভিন্ন সমসাময়িক বিষয়ে সংবাদপত্রে নিয়মিত কলাম লিখতেন। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির কারনে তিনি সকলের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে উঠেন। ঢাকার জাতীয় দৈনিক প্রথম আলাে’ ও চট্টগ্রামের দৈনিক ‘আজাদীতে তিনি নিয়মিত লিখতেন।

তিনি চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০ সালে দৈনিক পাকিস্তানে সাংবাদিকতা পেশায় যোগ দেন। ১৯৮০ সালে তিনি সক্রিয় সাংবাদিকতা ছেড়ে প্রেস ইনষ্টিটিউট অব বাংলাদেশ-এ সাংবাদিক প্রশিক্ষক হিসেবে নিযুক্ত হন।

১৯৯৫ সালে তিনি সেন্টার ফর ডেভলপমেন্ট কম্যুনিকেশন নামে একটি বেসরকারি মিডিয়া সংস্থা গঠন করে এর নির্বাহী পরিচালকর দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৬৮ সাল থেকে বেতার ও ১৯৭৬ সাল থেকে টিভি মিডিয়ার সঙ্গে জড়িত। চলতি বিষয়ধর্মী টক শাের সফল মডারেটর হিসেবে তিনি বিশেষ পরিচিতি অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ এম এ ও সাংবাদিকতায় এম এ ডিগ্রী লাভ করেছেন। তিনি ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এর মিডিয়া স্টাডিজ এ্যান্ড জানালিজম বিভাগের খন্ডকালীন অধ্যাপক। সাংবাদিকতা, গণমাধ্যম, রাজনীতি ও অন্যান্য বিষয়ে তার লেখা ও সম্পাদিত বইয়ের সংখ্যা সাতাশটি। গতকাল থেকে তিনি লাইফ সাপোর্টে চলে গেছেন বলে জানা যায়। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

২৫ মন্তব্য
  1. Rebeka Alam বলেছেন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

  2. Faruk Rahman বলেছেন

    ‌বি‌দেহী আত্মার মাগ‌ফেরাত কামনা কর‌ছি

  3. Khourshid Alam বলেছেন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

  4. Galib Hasan বলেছেন

    তার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করুন।

  5. Md Shahajahan বলেছেন

    ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন

  6. Nizamul Hoque বলেছেন

    এইরকম নিরপেক্ষ সাংবাদিক আর মিলবে না। আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুক ।আমীন ।

  7. Mansur Muzammil বলেছেন

    কখন কীভাবে কেন মারা গেছেন

  8. Nurul Huda বলেছেন

    He was a renowned Jurnalist. His presentations on the contemporary subjects in the various shows of TV were commendable. May Allah grant him Jannat ul Ferdous.

  9. Imran Sohel বলেছেন

    ইন্নালিল্লাহ

  10. M Kamal Uddin বলেছেন

    ইন্নালিল্লা ওয়াইন্না ইলাইহে রাজেউন

  11. Nurul Alam বলেছেন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

  12. ইন্নালিল্লা ওয়াইন্না ইলাইহে রাজেউন

  13. Mostafa Nur বলেছেন

    ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন

  14. Nasir Uddin বলেছেন

    ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি, উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন ।আমীন ।

  15. S Ahmed Shamim বলেছেন

    ইন্না-লিল্লাহ…..

  16. Mirza Amin বলেছেন

    Innalillahi wainna ilaihi raajeoon

  17. Kazi Zahed Imam বলেছেন
  18. Nurul Kibria বলেছেন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন,

  19. Engr Rafiqul Alam Rafique বলেছেন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

  20. Sultana Parvin Helen বলেছেন

    ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন

  21. Adv Rehena Akhter বলেছেন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

  22. রফিকুল আলম বলেছেন

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

  23. Ahmed Nezami বলেছেন

    Inna lillahe ……….raaje’oon
    may Allah grant him Jannah. – Aameen.

  24. MD Shiful Islam বলেছেন