অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইউএসটিসিতে শিক্ষকের গায়ে কেরসিন, গ্রেফতার শিক্ষার্থী কারাগারে

1
.

চট্টগ্রামে বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউএসটিসিতে (ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির) শিক্ষকের গায়ে কেরসিন ঢেলে লাঞ্চিত করার ঘটনায় গ্রেফতারকৃত ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হাসানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ বুধবার (৩ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

গ্রেফতার হওয়া মাহমুদুল হাসান ইউএসটিসির ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদকে বিশ্ববিদ্যালয়ের নিজ অফিস থেকে টেনে হিঁছড়ে বের করে কয়েকজন উৎশৃল গায়ে কেরসিন ঢেলে দেয়।

পরে এ ঘটনায় ইউএসটিসি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া বাদি হয়ে খুলসী থানায় মামলা দায়ের করেন। এবং বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন।

ইউএসটিসির প্রক্টর নূরে আলম সিদ্দিকী বলেন, ক্যাম্পাস বর্তমানে শান্ত আছে। শিক্ষককের গায়ে কেরোসিন দেয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার থেকে কাজ শুরু করবেন। তাদের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

১ টি মন্তব্য
  1. Sohel Sobhan বলেছেন

    এইসব কুলাংগার ইংলিশ পড়ে কোন দুক্কে!!!